শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে মনসুর আলী ফ্যামেলি ফাউন্ডেশন (এমএএফএফ) এর এর উদ্বোধন, ঈদ সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মনসুর আলী পরিবারের মরহুম মোহাম্মদ আলী, মুনসুর আলী, তাহির আলী, মায়া বিবি, জলিকা বিবি, চন্দ্রমালাসহ সকল মৃতদের ঈসালে সওয়াবের জন্য দোয়ার পাশাপাশি ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (২৪ মার্চ) জগন্নাথপুর পৌর এলাকার স্লুইস গেইট সংলগ্ন মহাজন বাড়িতে মনসুর আলী ফ্যামেলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের বারলি সিটির ৪ বারের কাউন্সিলর মুজাক্কির আলী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল কবির এবং কবির মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল আলম বাবলু, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, জগন্নাথপুর উপজেলার শাহজালাল কলেজ অধ্যক্ষ এনামুল কবীর, মাওলানা জালাল হোসাইন, সমাজসেবক জলিল মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, তরুণ সমাজসেবী রেজাউল করীম রিপন।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী
জামিল আহমদ, দোয়া পরিচালনা করেন শাহজালাল আল ক্বাদরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- আলী আহমেদ।