শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাথিতে চাচা সমুজ মিয়া (৮০) নিহত হয়েছেন।
জানা গেছে, গত ১৭ মার্চ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গাদিয়ালা গ্রামে বাড়ির সীমানা ঘিরে বিরোধের এক পর্যায়ে ভাতিজা মনির মিয়া চাচা সমুজ মিয়ার পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গত মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমুজ মিয়া।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।