শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া পরিবর্তন ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে এই প্রথম ব্যক্তিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে এনজিও সংস্থা ব্রাকের স্বাস্থ্য কর্মসূচী। দেশের অন্যান্য স্থানের ন্যায় জগন্নাথপুর উপজেলার ৮ টি ইউনিয়নে এমন ব্যক্তিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্য়োগের সময় তাৎক্ষণিক সহযোগিতা করতে ৯ সদস্য বিশিষ্ট ইমার্জেন্সি রেসপনসেবলিটি গ্রুপ তৈরি করা হবে। পাইলট প্রকল্পে হিসেবে ডিসেম্বর পর্যন্ত পরিচালনা করা হবে।
রোববার (২৫ মে) জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভায় এ সম্পর্কে জানানো হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে সকাল ১১ টায় অবহিতকরণ সভায় ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে ও সিসিএইচ কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়। বিশেষ অতিথি ছিলেন- আরএমও ডাঃ বদরুদ্দোজা উজ্জ্বল। বক্তব্য রাখেব- আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানজীম হোসেন, পিএইচ ডির প্রকল্প সমন্বয়কারী এনামুল হক, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল জলিল, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহ ফুজায়েল আহমেদ। উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফ বৃন্দ প্রমুখ।
শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন- মাওলানা আতাউর রহমান।