শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় লিপু (২৩) ও মশিউর রহমান (৩০) নামের ২ পল্লী বিদ্যুৎকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর হইতে সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে পৌর এলাকার ইকড়ছই (উত্তরপাড়া) ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন মুরাদাবাদ নামক এলাকায় পিকআপ গাড়ির গতি নিয়ন্ত্রণহীন ভাবে চালানোর জন্য এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহত লিপু ও মশিউর রহমান জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কাজের দায়িত্ব পালন করে মোটরসাইকেলযোগে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিসে ফিরছিলেন পলী বিদ্যুৎকর্মী লিপু ও মশিউর। এ সময় একটি নাম্বারবিহীন সাদা পিকআপ বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে মোটরসাইকেলের সামনের দিকে ধাক্কা দেয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তিনি আরো বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এছাড়া অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাং- ০৫.০৭.২৫