শাহ্ ফুজায়েল আহমেদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ মিয়া (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টায় উপজেলার পাটলী ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ মিয়া চানপুর গ্রামের মৃত সফর আলীর পুত্র।
স্থানীয় ও জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, আবদুল্লাহ মিয়া তার নির্মানাধীন নতুন ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন।
অখেয়ালবশত হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হলে তার পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা দ্রুত জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তার তাহাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, মৃতের লাশ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে । সুরতহাল রিপোর্টসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ চানপুর গ্রামে অবস্থান করছে।