শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটপাতে ব্যবসায়ী ও দোকানদারদের ফের সতর্কবাতা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন। জগন্নাথপুর বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি )মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার নির্দেশে, থানার এস আই অপূর্ব সাহা ও সঙ্গীয় ফোর্স।
এসময় ডাকবাংলো ব্রিজে বিপরীত দিক থেকে আসা ৩ টি মোটরসাইকেল আরোহীকে হেলমেট ও কাগজপত্র না থাকার কারণে সড়ক পরিবহন আইনের ২০১৮ নাম্বর ধারায় ২শত টাকা করে ৩ জনকে ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ড ও সতর্ক করে দিয়েছেন যাহাতে আর কখনো উল্টোদিকে ড্রাইভিং করে যানজট সৃষ্টি না হয় ।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন জানান, ফুটপাত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরশহরের ফুটপাত দখল করে রেখেছে। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে বাজারের ব্যবসায়ীরা রাস্তার পাশে সাইনবোর্ড ও সরকারি ভূমিতে মালামাল রেখে জনভোগান্তি সৃষ্টি করেছে। তাদেরকে ফের সতর্ক করি আমরা। আগামীতে এমন অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ৪০ টি অবৈধ স্থাপনস উচ্ছেদসহ ৫ ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কিন্তু কয়েকদিনের মাথায় তারা আবার স্ব অবস্থানে ফিরে ।