শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার নাঈম সাজ্জাতকে চাকরিচ্যুত করার প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে জগন্নাথপুর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যালায়েন্স (ফারিয়া)।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কেমিস্টবৃন্দের সহযোগিতায় রোববার সকাল ১০ টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফারিয়া জগন্নাথপুর শাখার সভাপতি মোহাম্মদ নুর আহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রমজান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন- ফারিয়ার কেন্দ্রীয় সমন্বয়ক ওমর ফারুক, উপদেষ্টা সুজন কবীর, সাইফুল ইসলাম, মনির শংকর মন্ডল, আজিবর রহমান, আব্দুল মান্নান, মোঃ আলী, রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, জুবায়ের আহমেদ, মনোয়ার হোসেন, সহ সভাপতি হাবিব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, প্রচার সম্পাদক বেলালী, সিনিয়র সদস্য মুহিত লাল, রিয়াদ আহমেদ, শামসুল ইসলাম, নজরুল ইসলাম, বুরহান উদ্দিন, শাহ আলম, আশরাফ আলী, মোছাব্বির, শরীফুল ইসলাম, পংকজ বারই, মুজিবুর রহমান, সৈয়দপুর বাজার কেমিস্ট সমিতির সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের বিশ্বনাথ বিশ্বনাথ- ও সুনামগঞ্জের জগন্নাথপুর এরিয়া ম্যানেজার জুনায়েদুর রহমান কূটকৌশলে সম্পূর্ণ অন্যায়ভাবে জগন্নাথপুরে কর্মরত হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার নাঈম সাজ্জাতকে চাকরিচ্যুত করান। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, তার চাকরি জগন্নাথপুরে পুর্নবহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে সারা বাংলাদেশে এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে । পাশাপাশি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের কোম্পানির ম্যানেজার জুনায়েদুর রহমানকে জগন্নাথপুর উপজেলা থেকে অপসারণ করতে হবে। মানববন্ধন পরবর্তী জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় র্যালী অনুষ্ঠিত হয় ।