
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের হাওর ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে সারাদিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত এই সভায় কৃষক, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতা নিশ্চিতের জোরালো দাবি জানান।
রানীগঞ্জ ইউনিয়নে প্রথম গণশুনানিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, কৃষক নেতা ও রাজনৈতিক প্রতিনিধিরা। বক্তারা বলেন, হাওর অঞ্চলের কৃষি উৎপাদন রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ জরুরি। সামান্যতম অনিয়মও হাজারো কৃষকের জীবন বিপন্ন করতে পারে।
পাইলগাঁও ও পৌরসভায় অনুষ্ঠিত গণশুনানিতেও একই দাবি ও আশ্বাসে আলোচনা এগিয়েছে। স্থানীয় প্রকৌশলী ও পাউবো কর্মকর্তা নিশ্চিত করেন—কোনো অনিয়ম ছাড়াই, কৃষকের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মানসম্পন্ন বাঁধ নির্মাণ করা হবে।
তিনটি স্থানে অনুষ্ঠিত এই গণশুনানিকে হাওর এলাকার কৃষকদের নিরাপত্তা ও জীবিকা রক্ষায় ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।