শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জগন্নাথপুর সার্কেল কর্মকর্তা হিসেবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন। নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকার উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর সার্কেলে যোগদানের পূর্বে মো. রফিকুল ইসলাম র্যাব-৫, রাজশাহীতে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএসের মাধ্যমে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।