শাহ্ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে বরশি দিয়ে মাছ শিকারের সময় কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক।
নিখোঁজ যুবক বিপ্লব বিশ্বাস (৩৩)। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার সংলগ্ন রাণীগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
জগন্নাথপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রাণীগঞ্জ বাজার সংলগ্ন খেয়াঘাটে বসে কুশিয়ারা নদীতে মাছ ধরছিলেন যুবক বিপ্লব বিশ্বাস। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে।