
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন “তারুণ্যের উৎসব–২০২৫” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উৎসবের সার্বিক পরিকল্পনা, সাংস্কৃতিক পরিবেশনা, নিরাপত্তা, প্রচারণা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় বক্তব্য রাখেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন,
থানা পুলিশের নবাগত ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান,
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন,
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায় সরকার,
আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী,
উপজেলা ইনস্ট্রাক্টর কর্মকর্তা মোস্তফা আহসান হাবিব,
এবং বিভিন্ন সরকারি–বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর, জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত সরকার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ও ফেয়ার ফেইসের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাউল শিল্পীগণ।
স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— আব্দুল হাই, হুমায়ূন কবীর ফরীদি, আমিনুর রহমান জিলু, আমিনুল হক শিপন, আব্দুল ওয়াহিদ, হিফজুর রহমান তালুকদার জিয়া, মো. আল আমীন, তৈয়বুর রহমানসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, তারুণ্যই পরিবর্তনের শক্তি। শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে “তারুণ্যের উৎসব–২০২৫” হবে দক্ষ, উন্নত ও আলোকিত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।