শাহ্ ফুজায়েল আহমেদ
মফস্বল সম্পাদকঃ
জিয়া মঞ্চ আহবায়ক কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌরশহরের হেলিপোর্ট এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা শাখার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
জিয়ামঞ্চ জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ আলী আকবর ও মোঃ জুনায়েদ আহমদ হামজার এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওহী আহমেদ, জিয়ামঞ্চ জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন তুহিন, রুবেল আহমদ, সদস্য তুহিন আহমেদ, সাহেদ রানা প্রমুখ। শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন – যুগ্ম আহবায়ক তারেক হোসেন।
পরে প্রবাস গমন উপলক্ষে সংগঠনোর যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তার হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।