জগন্নাথপুরে জামায়াতের পেশাজীবি শাখার শিক্ষাসফর ২০২৫ সম্পন্ন
শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে শিক্ষাসফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা জানুয়ারি ২০২৫ ইংরেজি বুধবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে, সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থকদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হয়।
দেশে এবং বিদেশে অত্যন্ত জনপ্রিয় মনোমুগ্ধকর পর্যটন স্পট, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত জাফলং এ,
জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা হয়।
দিনব্যাপী এ প্রোগ্রামে জাফলং এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, সালাত আদায়ের পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে হামদ নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন এবং শিক্ষামূলক খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এর আগে যাত্রাপথে সিলেটের গার্ডেন টাওয়ার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন সিলেট মহানগরী পেশাজীবি থানা শাখার আমির এডভোকেট মোঃ ইয়াসিন খান।
পরে জাফলং এর শ্রীপুর পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক জুলফিকার আহমেদ মনি’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান শাহনুর,
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলার জামায়াতের সাবেক সেক্রেটারি ও পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার তত্ত্বাবধায়ক মাওলানা নেছার উদ্দীন,
আরো বক্তব্য রাখেন, রানীগঞ্জ বাজার তদারক কমিটির সেক্রেটারি ও পেশাজীবি রানীগঞ্জ শাখার সভাপতি মোঃ আবুল কাশেম।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন এনাম, সাংবাদিক তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমেদ, জামায়াতে ইসলামী জগন্নাথপুর পেশাজীবি শাখার টিম সদস্য শামছুল আবেদিন, ফরহাদ হোসেন, ফাহিম আহমেদ সহ জামায়াতে ইসলামীকে সমর্থনকারী বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।