শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়।
তিনি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. পূজা সাহা (এসআরএইচ অফিসার, সুনামগঞ্জ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বদরুদ্দোজা, ডা. তানজিম হোসেন ও ডা. শাহীনুর ইসলাম।
এসময় নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্যমতে, ১৫ মার্চ দিনব্যাপী উপজেলার ২১৮টি কেন্দ্রে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়। ৬-১১ মাস বয়সী ২,৮১৩ শিশুকে নীল ও ১২-৫৯ মাস বয়সী ২২,৭৪৪ শিশুকে লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।