
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোটের পক্ষে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, “গণভোট একটি গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব। দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটের গুরুত্ব অপরিসীম। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে গণভোটের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, মাওলানা হাফিজ মুহিবুর রহমান, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, আবু নেহের প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হোসাইন আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সফল করা সবার সম্মিলিত দায়িত্ব। গণভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”