শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বীজ ও ফলদ গাছের চারা বিতরণ করেছেন। কৃষকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শ' শিক্ষার্থীকে বিনামূল্যে হাইব্রিড মরিচ বীজ ও গ্রীষ্মকালীন সবজি বীজের সাথে আম, জাম, বেল, নিম ও কাঁঠালের চারটি করে চারা। ৩০ টা শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ টি করে নারিকেল চারা। ১ শ' ৩০ টি প্রতিষ্ঠানে ১টি করে তালগাছ বিতরণ করা হয়।
সোমবার (৭ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ প্রমুখ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।