শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :
গত কয়েকদিন আগে সবজির দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে থাকলেও এখন কমতে শুরু করছে। বাজারে শীতকালীন সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। বছরের অন্য সময়ে কিনতে হিমশিম খেলেও এই শীত মৌসুমে ফুলকপি, বাধাকপি, সিম, বেগুন, টমেটো, আলু, লাউ, মিষ্টি কুমড়া, মুলাসহ বিভিন্ন শাক-সবজির দাম ক্রেতাদের অনেকটা নাগালে। তবে ক্রেতারা বলছেন, সবজি ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম হাঁকছেন। তাদের দাবি, সিলেটের বাজারের তুলনায় জগন্নাথপুর বাজারে সবজির মূল্য অর্ধেক বেশি।
বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র জগন্নাথপুর বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা যায় এমন দৃশ্য।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুম না থাকায় এতোদিন সবজির সরবরাহ কম ছিল। কিন্তু শীত মৌসুমের মাঝামাঝি সময়ে বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে। এর কারণে দামও হাতের নাগালে আসছে।
জগন্নাথপুর বাজার ঘুরে শীতকালীন সবজি গত ১ সপ্তাহের তুলনায় কম দামে বিক্রি হতে দেখা গেছে। টমেটোর দাম খুচরা বাজারে গত ১ সপ্তাহ আগে ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হলেও, বর্তমানে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।একই আকারের প্রতিটি ফুলকপি ও বাধাকপি গত সপ্তাহে যেখানে ছিল ৬০-৮০ টাকা, সেটা এখন ৪০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
মুলার দাম গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। এ সপ্তাহে কমে ২০-৩০ টাকা হয়েছে। বেগুনের দামও কমে কেজিপ্রতি ৪০-৫০ টাকা হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। সিমের কেজি ৫০-৮০ টাকায় ছিল, নেমে, এখন ২৫-৩০ টাকা, কাঁচামরিচের কেজি ১ শ’ টাকা থেকে নেমে ৭০ টাকা, শালগমের কেজি ৬০ টাকা থেকে নেমে ৩০ টাকা, গাজরের কেজি ১০০-১২০ টাকা থেকে নেমে ৬০-৮০ টাকা, আলু ৬০ টাকা থেকে নেমে ৩৫-৪০ টাকা, সিমের বিচি ১৮০-২০০ টাকা থেকে নেমে ১০০-১২০ টাকা, লেবুর হালি ৫০ টাকা থেকে নেমে ৪০ টাকা, বাকর পাতা ১০০-১২০ টাকা থেকে নেমে ৫০-৬০ টাকা।
এছাড়া বাজারে প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, খিরা ২০-৩০ টাকা, শসা ৫০ টাকা। এই তিন সবজি গত ১ সপ্তাহের আগের মূল্যে বিক্রি হচ্ছে।
জগন্নাথপুরে কাঁচাবাজার করতে এসেছিলেন সেলিম মিয়া। সবজির বাজারে কিছুটা স্বস্তি এসেছে বলে জানালেন তিনি। তবে তিনি এ-ও বলেন, বাজারে সবজির দাম একেক জায়গায় একেক রকম। তাই ঘুরে ঘুরে কিনতে হয়।
সংবাদকর্মী আমিনুল হক শিপন বলেন, গত এক সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমলেও সিলেটের বাজারে তার অর্ধেক। স্থানীয় ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় ক্রেতাদের ঠকাচ্ছেন।
জানতে চাইলে জগন্নাখপুর বাজারের কাঁচামাল আড়ত তাজ উল্লাহ সবজি ভান্ডারের অন্যতম পরিচালক রাহুল মিয়া বলেন, শীত মৌসুমের কারণে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শাক-সবজির দাম অনেকটা কমেছে। আমরা সিলেটের চালিবন্দর, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে সবজি আমদানি করি। স্থানীয়ভাবে সবজি চাষ হয় পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের কিছু আবাদি জমিতে। বর্তমানে স্থানীয় সবজি বাজারে আসার কারণে দাম অনেকটা নেমে আসলে গাড়ি ভাড়ার খরচ ধরতে হয়। আশা করছি কয়েকদিনের মধ্যে দাম আরো নেমে আসবে।
শাহ্ ফুজায়েল আহমদ
জগন্নাথপুর, সুনামগঞ্জ
তাং- ১০.১.২০২৫ ইং