শাহ্ ফুজায়েল আহমদ
( মফস্বল সম্পাদক )
সুনামগঞ্জের জগন্নাথপুর
থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ এর দিক নির্দেশনায় থানার এস আই শামছুল আরেফীন, এস আই ইসমাইল মিয়া সহ একদল পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ।
জিআর-১২/২৪(জগঃ) মামলার আসামী জগন্নাথপুর পৌরসভার বলবল গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকির হোসেন এবং সি আর-৪৯৬/২৪ এর আসামী উপজেলার সাধু সাধক গ্রামের মৃত মাখন লাল দের স্ত্রী নিশা রানী দে’কে গ্রেফতার করে,
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, অপরাধ দমনে পুলিশ প্রতিনিয়ত সচেষ্ট রয়েছে।
নিয়মিত অপরাধ দমন , অভিযানের অংশ হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ।