শাহ্ ফুজায়েল আহমেদ
মফস্বল সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জগন্নাথপুরে ৮টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা চলছে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলায় ৪টি ভেন্যু রয়েছে। পরীক্ষায় এবার উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৬৪১ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রথম দিনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৯ জন অনুপস্থিত। ১৮টি মাদ্রাসা থেকে ৭৩০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রথম দিনে ৫ জন অনুপস্থিত। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা ও হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনুপস্থিত ৬ জন।
সব মিলিয়ে ৩০ জন অনুপস্থিত রয়েছেন বলে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা ও জনসচেতনতার স্বার্থে মাইকিং করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ১শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে ।
কেন্দ্রের আশপাশে কোন ধরনের মিছিল-সমাবেশ, মাইকিং ও উচ্চস্বরে আওয়াজ না করার নির্দেশনা প্রদান করা হয়।
প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।