শাহ্ ফুজায়েল আহমেদ
মফস্বল সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৪৩২ বাংলা ১ লা বৈশাখ নববর্ষ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা বৈশাখ ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানা ওসি তদন্ত মোঃ জয়নাল আবেদীন , ডিএসবি এস আই জসীম, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা আইসিটি কর্মকর্তা অরূপ রায়, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সাইফুদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী ধীরেন্দ্র দেবনাথ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক আলী আসকর ইমন,
আব্দুল হাই , তৈয়বুর রহমান, শাহ্ ফুজায়েল আহমেদ, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভীন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন মুসা , জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পাল, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক , শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন ও অনন্ত পাল এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে জগন্নাথপুর উদীচী শিল্পী গোষ্ঠী, শিখা কাঞ্চন একাডেমি ও জগন্নাথপুর আর্ট একাডেমির শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এসময় উপরোক্ত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান এর শুরুতে বক্তব্য রাখেন, অনুষ্ঠান এর সভাপতি মোঃ বরকত উল্লাহ।