শাহ্ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর জীবন সদস্য ইমদাদুল হক (সুমন) স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় জগন্নাথপুরের ডিমন্স কেইভ চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ইমদাদুল হক (সুমন)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু তারেক জয়। স্বাগত বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসাইন নাসিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক শামীম আহমদ, শিক্ষক নেতা মো. রুহুল আমিন, আল ইসলাহ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা বদরউদ্দিন আল আমিন, শিক্ষক রেদুয়ান আহমদসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাসুম মিয়া, সাবেক সভাপতি জামাল হোসেন, বর্তমান সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি আমিনুর রহমান হিমেল ও সুলেমান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগ ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।