আমার সকাল ২৪ নিউজ ডেস্ক
পটুয়াখালীর দশমিনায় কেক কেটে ও র্যালির মাধ্যমে ছাত্র অধিকার পরিষদের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সদরে আদালতপাড়া দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেরাব হোসেন মেহেদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহীন, সাধারণ সম্পাদক সোহাগ, সিনিয়র সহ-সভাপতি রফিক মহল্লাদার ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ইলিয়াছ হোসেন।
এ সময় ছাত্র অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হাসান মাহমুদ, মাসুদ, আলামিন, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে।
সভায় বক্তৃতাকালে প্রধান অতিথি মেহেরাব হোসেন মেহেদি বলেন, "আওয়ামী লীগের দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে।"
অনুষ্ঠানে উপজেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।