মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী মিজানুর রহমান মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছেন। জানানো হয়, তিনি নিজের বাড়ির আঙিনায় মাদক সেবনে বাধা দেয়ায় উগ্র সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হামলা করে গুরুতর আহত করেন।
জেলা শাখা এক যৌথ বিবৃতিতে (১৩ অক্টোবর, সোমবার) এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। জেলা সভাপতি আব্দুল আজিজ ও সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব বিবৃতিতে বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ রোগ— মাদকের বিরুদ্ধে মিজানুরের তৎপরতা কাজে লাগিয়ে তাকে নির্মমভাবে হত্যাকরণ অত্যন্ত হৃদয়বিদারক।
বিবৃতিতে ঘটনাটির বিবরণে বলা হয়েছে — ৮ অক্টোবর, বুধবার সকাল ৯টায় কয়েকজন মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্য মাদকসেবন করতে গেলে মিজানুর তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা স্থান ত্যাগ করে। পরবর্তীতে মাগরিবের নামাজ থেকে ফেরার পথে ওই গ্যাংয়ের সদস্যরা আকস্মিকভাবে মিজানুরের ওপর হামলা চালায়; হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
প্রাথমিকভাবে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেন। মিজানুকে লাইফ কেয়ার হাসপাতালের আইসিইউতে নিলে ১১ অক্টোবর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, এ পর্যন্ত কোনও অভিযুক্ত গ্রেফতার হয়নি—এটি উদ্বেগজনক। তারা দাবি করেন, দ্রুত সকল জড়িতকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এমন নৃশংসতা রোধ করা যায় এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হয়।