জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
গভীর রাতে রোগী দেখে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ( ৩০)।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের গোয়ালগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ছাত্রদল নেতা আর্তচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া বিএনপি নেতা মোসাব্বিরের বাড়ি হতে অসুস্থ রোগী দেখেন। পরে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে গোয়ালগাঁও নামক স্থানে অতর্কিত আক্রমণের শিকার হন। জানা গেছে, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোমসাদ মিয়ার নেতৃত্বে এ হামলা করা হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীরা শামসুল ইসলাম জাবিরকে প্রাণে হত্যার উদ্দেশ্য এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটায়। ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নতুবা এর দায় প্রশাসনকে নিতে হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব ইমতিয়াজ ভুঞা বলেন, জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরের উপর হামলার ঘটনা জেনে পুলিশ পাঠাই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।