হবিগঞ্জ জেলা প্রতিনিধি ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে বিএনপি মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জামিউল চৌধুরীসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা নগদ অর্থ ও দুইটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জামিউল চৌধুরী (৩০), পিতা মৃত শাহাবুদ্দিন, গ্রাম কালিকাপুর এবং মোঃ মহনায়েম (২৫), পিতা মোঃ সালাউদ্দিন, গ্রাম বাঘাসুরা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদের আটক করা হয়। পরবর্তীতে আজ সকাল ৫টা ৩০ মিনিটে এএসআই লালনের নিকট হস্তান্তর করা হয়।
প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।