
স্টাফ রিপোর্টার:
ছাতক ও দোয়ারাবাজারে বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই; বরং দল সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। মঙ্গলবার বিকেলে রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এ মন্তব্য করেন।
তিনি বলেন, "অতীতের মতো ভবিষ্যতেও দলের সকল সাংগঠনিক ও নির্বাচনী কর্মকাণ্ড ঐক্যের মাধ্যমে পরিচালিত হবে। ঐক্যই বিএনপির শক্তি, আর ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত।"
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাতক–দোয়ারাবাজার আসনের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, "দলের প্রতি ও চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেছি। বিএনপি আমাদের মন-প্রাণের সংগঠন, তাই দলের স্বার্থেই আমরা সবাই একসাথে আছি।"
সভায় বক্তারা আরও বলেন, মিলন ও মিজান—দু’জনই ভাইয়ের মতো, এবং সবাই একসাথে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন, এবং সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।