
ছাগলনাইয়া প্রতিনিধি:
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে গণসংযোগ করেছেন ফেনী-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া।
গণসংযোগকালে তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পথ আরও সুগম হবে, ইনশাআল্লাহ।
গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।