
শেখ তাইজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (মোংলা)
মোংলা উপজেলার চিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জালাল মোসাল্লী।
এ সময় ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ঝংকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. পলাশ, এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ নাসির মোসাল্লী।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করা জরুরি। দলীয় মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
প্রধান অতিথি আবু হোসেন পনি তার বক্তব্যে বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আরও সুসংগঠিত হতে হবে। চিলা ইউনিয়ন বিএনপি এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় আসবেই।”
সভাপতি মোঃ ফারুক হাওলাদার বলেন,
আমরা তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। প্রতিটি ওয়ার্ড ও গ্রামে বিএনপিকে সক্রিয় করতে হবে। কর্মীদের ঐক্যই আমাদের মূল শক্তি।”
এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খান জানান,
“খুব অল্প সময়ের মধ্যেই চিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক আয়োজনের মাধ্যমে দলকে আরও গতিশীল ও সংগঠিত করা হবে।”
সভায় চিলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দলীয় ঐক্য ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।