আলোচিত চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন।**
** (২৬ অক্টোবর), বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাজনীতির সম্পর্কে কিছু ইঙ্গিত দেন।**
“জায়েদ খান বলেন, ‘আমি সাংস্কৃতিক কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে কাজ করেছি, এবং আমি শিল্পী সমিতিতে তিনবার নির্বাচিত হয়েছি। কী করিনি আমি! আমি সবখানেই আছি।
নোমিনেশন চাইবেন কি না প্রশ্নের জবাবে এই নায়ক বললেন, ‘পরিবেশ পরিস্থিতি দেখে বলা যাবে। এটা এখন বলতে পারছি না। আগে পরিস্থিতি দেখি তারপর বলা যাবে। কী ধরনের পরিবেশ-পরিস্থিতির কথা বোঝাতে চাইছেন জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের সব কিছু মিলিয়ে আমার দরকার আছে কি না কিংবা আমার কাজের কী অবস্থা সব কিছু মিলিয়ে সার্বিক পরিবেশ-পরিস্থিতির কথা বলছি।
আগামী ২৮ তারিখ বিএনপির সমাবেশ নিয়ে মাথা ঘামাচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা এসব দেখবেন। এটা নিয়ে আমাদের কিছু বলার নাই। বিএনপি কী বার্তা দিচ্ছে সেটা আমি কী করে বলব? সেদিন আমার একটা শো-রুম উদ্বোধন আছে আমি সেটা নিয়ে ব্যস্ত আছি।’ তবে সমাবেশ নিয়ে এই নায়কের ভাষ্য, ‘সাধারণ মানুষের কষ্ট দুরবস্থা হয় এমন কিছু না করাই ভালো।’ “