চাল বিক্রির টাকা আত্মসাৎ, অভিযুক্ত দুজন
বিশেষ রিপোর্টার: মোঃ আসুজ্জামান
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন দোকানে চাল সরবরাহ করে মূল্য আত্মসাতের অভিযোগ উঠেছে ইসরাত জাহান ময়না ও মাসুদ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আখতার ফারুক পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, ‘রূপসী বাংলা গ্রুপ’-এর পক্ষে আখতার ফারুক বিপুল পরিমাণ চাল সরবরাহ করেন। সরবরাহকৃত পণ্যের বিপরীতে দোকানগুলো থেকে মোট ৭ লক্ষাধিক টাকা তুলে নেয় ময়না ও মাসুদ। কিন্তু ওই টাকা ব্যবসায়ীর কাছে না দিয়ে তারা বিভিন্ন অজুহাতে গড়িমসি করতে থাকে।
স্থানীয় দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়—চাল সরবরাহের পর দোকানগুলো থেকে সরাসরি টাকা নিয়ে যায় অভিযুক্তরা। ফলে বৈধ সরবরাহ থাকা সত্ত্বেও আখতার ফারুক কোনো অর্থ পাননি।
ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মাজেদ বলেন,
“ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান,
“অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আখতার ফারুক বলেন,
আমি নিয়ম মেনে পণ্য দিয়েছি। কিন্তু এখনো টাকা পাইনি। প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করছি।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন—চাল বাণিজ্যে প্রতারণা রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।