চালকের ঘুমের কারণে দুই ঘণ্টা দেরিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেলো কালনী এক্সপ্রেস!
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল আন্তঃনগর কালনী এক্সপ্রেস। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, ট্রেনের চালক ঘুমিয়ে থাকায় নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে পারেনি!
এদিকে, কন্ট্রোল রুম থেকে যাত্রীদের জানানো হয় যে, ট্রেন সকাল ১০টায় ছেড়ে যাবে। এই ঘোষণায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং সিলেট রেলস্টেশনে ব্যাপক হট্টগোল শুরু হয়। পরবর্তীতে যাত্রীদের চাপের মুখে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আট ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এর মধ্যে কালনী এক্সপ্রেসের দেরিতে ছেড়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও চরমে ওঠে।
কালনী এক্সপ্রেসের এক যাত্রী রনজিত সিংহ বলেন,
"সকাল ৬টা ১৫ মিনিটের ট্রেন না ছাড়ার বিষয়ে জানতে চাইলে বলা হলো, চালক ঘুমে আছেন! সকাল ১০টায় উঠবেন! এতে যাত্রীরা প্রতিবাদ করলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টায় ট্রেন ছাড়ে।"
অপরদিকে, এই বিষয়ে মন্তব্য জানতে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমন অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে উঠেছে। রেল কর্তৃপক্ষের এমন গাফিলতির জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? প্রশ্ন যাত্রীদের।