
প্রতিবেদক:
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, বিএনপির নেতা অ্যাডভোকেট রবিউল ইসলাম দোলন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুন অর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য। তিনি আরও জানান, জনগণের সমর্থন পেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শুরু করেছেন। এর ফলে এলাকায় ধীরে ধীরে নির্বাচনী আমেজ ও রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।