
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের টাউনক্লাবের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু, সদর থানা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করে সবাই আল্লাহর দরবারে জান্নাত নসিবের দোয়া করেন।
এসময় বক্তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। ব্যক্তিগত মতভেদ ভুলে এক হয়ে কাজ করলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় অর্জন সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, “ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের জেলা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে পারলে সংগঠনের গতিশীলতা বাড়বে এবং দল আরও সুসংগঠিত হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সবশেষে মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন।