
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি ভারতের নেশাজাতীয় দ্রব্য ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ‘চকো প্লাস সিরাপ’ চোরাচালানের নতুন চেষ্টা প্রতিহত করেছে।
বিভিন্ন সূত্র থেকে তথ্য প্রাপ্তির ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করে। এরই ধারাবাহিকতায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সোনামসজিদ বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৭-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করে।
বর্তমানে আটককৃত চকো প্লাস সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, বিগত এক মাসে এই ব্যাটালিয়ন প্রায় ২০০ বোতল চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অটুট রয়েছে।