মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে “রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সভা হয়। এতে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মানবাধিকার শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের প্রতিনিধি এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।
সভায় বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীনসহ শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও সদর উপজেলার মানবাধিকার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সমাজের উন্নয়নে সবার আগে মানবাধিকার রক্ষা জরুরি।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে শিবগঞ্জের সোনামসজিদ রংধনু পার্কে “রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হক এবং সঞ্চালনা করেন ড. মোঃ শরিফুল ইসলাম।