
জাহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ প্রতিপাদ্যে পালিত হয়েছে। জেলা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং জেলা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবার কর্মকর্তা মোঃ ফিরোজ কবির সভাপতিত্বে সভায় বক্তারা প্রযুক্তি ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি অংশগ্রহণ করেন।