চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এলাইপুরে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গত শনিবার (৯ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেন বিএমডিসি রেজিস্ট্রেশনপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. আসাদুল্লাহ আল গালীব। গরীব রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হেলাল উদ্দীন।
ফাউন্ডেশন নিয়মিত স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে রোগী পৌঁছে দেওয়ার সেবা দিয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মো. ওবাইদুর রহমান, মো. মুনিরুল ইসলাম মাইজুল, মো. এমদাদুল হক, মো. জালাল উদ্দীন ও মো. বেলাল উদ্দীন।
সভাপতিত্ব করেন মো. এরশাদ আলী এবং সঞ্চালনা করেন মো. আজিজুর রহমান।
বক্তারা বলেন, গ্রামীণ জনপদে এমন মানবিক উদ্যোগ গরীব রোগীদের জন্য আশীর্বাদস্বরূপ। সঠিকভাবে সেবা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।