
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মহিপুর কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও দেশের স্বার্থে আপসহীন নেত্রী। তার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন ছিল বলে তারা উল্লেখ করেন। এ সময় বক্তারা তার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।