
মোঃ আমির হামজা, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলে কচুরিপানার আগ্রাসনে প্রায় ৫ হাজার হেক্টর বোরো ধান চাষ মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে। বন্যার পানিতে উজান থেকে ভেসে আসা কচুরিপানা ও আগাছায় ব্যাপক জমি নিমজ্জিত হয়ে রয়েছে।
কৃষকরা জানান, জমি পরিষ্কার করতে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে। কেউ কেউ কীটনাশক প্রয়োগ করলেও সুফল পাওয়া যাচ্ছে না। শ্রমিক সংকটের কারণে দৈনিক ৭০০-৮০০ টাকা মজুরি দিয়ে শ্রমিক রাখতে হচ্ছে, যা তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানিয়েছেন, খাল সংস্কার ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রতিবছর এভাবে কচুরিপানা বিস্তার অব্যাহত থাকলে চলনবিল পুরোপুরি গ্রাস হয়ে যেতে পারে, যা বোরো ধানসহ সমগ্র কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।