
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ৪ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে গেল খড়ের গাদা। এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় অল্পের জন্য রক্ষা পেল বসতবাড়িসহ একাধিক স্থাপনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দেলোয়ার মিয়ার মাছের ঘেরে তরমুজ চাষের জমি প্রস্তুত করতে কাজ করছিলেন মোঃ বশির আকন। এসময় জমির আগাছা পরিষ্কারের জন্য আগুন দেওয়া হলে হঠাৎ প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খড়ের গাদায়। মুহূর্তেই বিশাল গাদা খড় দাউদাউ করে জ্বলতে থাকে এবং ছাই হয়ে যায়।
আগুনের গতিপথে ছিল মোহাম্মদ আইয়ুব পল্লানের বসতঘরসহ নিকটবর্তী আরও কয়েকটি স্থাপনা। এতে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢালা ও বালু নিক্ষেপসহ নানা উপায়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ক্ষতিগ্রস্তদের বরাতে জানা যায়, প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছিল। পরে সবাই মিলে প্রচেষ্টা চালানোর ফলে আগুন ছড়িয়ে পড়া বন্ধ হয়ে যায়।
ঘটনায় মিজানুর রহমান ফরাজির ধানের জমিও অল্পের জন্য আগুনের ক্ষতি থেকে রক্ষা পায়।
তবে কারও শারীরিক ক্ষতি না হলেও খড়ের গাদা পুড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলেন, জমি আবাদ বা ঝোপঝাড় পরিষ্কারের সময় আগুন ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে নিরাপদ ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা জানান।