চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে এস এম আল মামুন নির্বাচিত হলেন
মো : রমিজ আলী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম -৪ সংসদীয় আসনে আজ সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পযন্ত ভোট গ্রহন চলে।
চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনে মোট প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ জন প্রার্থী। সীতাকুণ্ড আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ টি, তার মধ্যে বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল আসে ৭৬ টি কেন্দ্রের,
সীতাকুণ্ড প্রতিদ্বন্দ্বীতা করেন ৭জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করে এখনো পযন্ত বেসরকারি ভাবে ফলাফল আসে, নৌকা সমর্থিত প্রার্থী আলহাজ্ব এসএম আল মামুন – ৯৭৪৮৭ টি ভোট, সোনালী আশঁ সমর্থিত প্রার্থী খোকন চৌধুরী -৪১৯ টি ভোট, টেলিভিশন সমর্থিত প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন – ১৪১ টি ভোট, ঈগল সমর্থিত প্রার্থী মোহাম্মদ এমরান – ২০৭৮ টি ভোট, লাঙ্গল সমর্থিত প্রার্থী দিদারুল কবির – ৩৪৭৯ টি ভোট, চেয়ার সমর্থিত প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হোসেন – ১০০৪ টি ভোট , ডাব সমর্থিত প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম – ১৬৯ টি ভোট পায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯২টি ভোট কেন্দ্র থেকে ফলাফল আসে ৭৬ টি কেন্দ্রের, এই ফলাফলের ভিত্তিতে নৌকা সমর্থিত প্রার্থী আলহাজ্ব এসএম আল মামুন ৯৭৪৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করে।