**মোঃ রাকিবুজ্জামান, দশমিনা উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি**
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৪নং দশমিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাদিসচর গ্রামের বাসিন্দা মোঃ আলতাফ বিশ্বাস, পিতা আবু বিশ্বাস, গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমলার তাণ্ডবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন। অতিরিক্ত পানিবৃদ্ধিতে তার মাছের ঘের ভেসে গেছে।
হাদিসচর গ্রামের মাছ চাষি আলতাফ বিশ্বাস জানান, তিনি ১.৫ একর জমিতে মাছের ঘের ও পাড়ে কলা, পেপে, সবজি চাষ করতেন। তার ঘেরে রুই, কাতলা, মিক্রা, সিলভার, চায়নিচ পুটি মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার মাছ ছিল। এ বছর মাছের খাবারের জন্য এক লক্ষ টাকা খরচ করেছেন।
গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমলার তাণ্ডবে হঠাৎ দুপুরের দিকে পানির চাপে ঘেরের দুটি বাঁধ ছিরে যায় এবং ঘেরের পারের প্রায় শতাধিক কলা ও পেপে গাছ পড়ে যায়।
তিনি আরও বলেন, "ঘেরের ওপরেই নির্ভর করে চলে আমাদের জীবিকা। ধার দেনা করে যে মাছ ছেড়েছিলাম সেই টাকাও ওঠেনি। আমরা নিঃস্ব হয়ে গেলাম।"
ঘূর্ণিঝড় রেমলার প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারে গ্রামের আশেপাশে অসংখ্য ঘের তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আলতাফ বিশ্বাস ভেবে পাচ্ছেন না এখন কি করবেন। তাই নিরুপায় হয়ে তিনি দশমিনা-গলাচিপার সংসদ সদস্য, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ত্রাণ ও পুনর্বাসন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন।