
মোঃ শাহীন হাওলাদার |
জীবন সত্যিই কত অনিশ্চিত
ফরিদপুরের মধুখালী উপজেলার দীঘলিয়া গ্রামের মোঃ বদিয়ার শেখের দ্বিতীয় পুত্র আশিক শেখ (২২) গতরাতে এশার নামাজ পড়ে, নিয়মমতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু আজ সকালে ফজরের আজান হলেও আর ঘুম ভাঙেনি তার।
মা বারবার ডেকেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন— প্রিয় মুখটি চিরতরে নিথর হয়ে আছে।
যে ঘুমে সে গিয়েছিল শান্তির খোঁজে, আর ফিরে আসেনি সেখান থেকে।
সকাল হলে যার কর্মব্যস্ততায় বেরিয়ে পড়ার কথা ছিল, এখন তার জন্য খোঁড়া হচ্ছে কবর।
চারদিকে শোকের ছায়া, কান্নার রোল, অবিশ্বাসের দৃষ্টি।
বন্ধু, আত্মীয়, প্রতিবেশী সবাই বলছে—
“এমন শান্ত, ভদ্র একটা ছেলে কেন এমন অল্প বয়সে চলে গেল?”
আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন,
আর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন
ফরিদপুরের মধুখালী উপজেলার দীঘলিয়া গ্রামের আশিক শেখ (২২) ঘুমের মধ্যেই মারা গেছেন। গতরাতে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, সকালে ডাকলেও আর সাড়া মেলেনি। পরিবারের সদস্যরা দরজা খুলে দেখেন, তিনি নিথর অবস্থায় পড়ে আছেন। এলাকায় নেমেছে শোকের ছায়া।