মো: জুয়েল রানা
শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় কবির হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে আদিব হাসান (১২)। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার- গাজীপুর আঞ্চলিক সড়ক (আনসার রোড )চিলানি বাড়ি সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে। তিনি জৈনা বাজার ওষুধ ব্যবসায়ী ছিলেন। গুরুতর আহত ছেলে আবিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কবির হোসেনের প্রতিবেশী মো. শাহিন আলম জানান, রাত সাড়ে ১০ টার দিকে কবির জৈনা বাজারে ওষুধের দোকান বন্ধ করে ছেলে আবিদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিলানি বাড়ি সংলগ্ন
আসলে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কবির হোসেন ঘটনাস্থলে প্রাণ হারান। আশপাশের লোকজন গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন।
তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে ট্রাকটি এলাকাবাসি আটক করে রেখেছে ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।