~মোঃ দুলাল সরকার
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের বড় হুজুর তথা গোলাম মাওলা হুজুর বুধবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।
দীর্ঘদিনের অসুস্থতায় মৃত্যু
পরিবার সূত্রে জানা যায়, গোলাম মাওলা হুজুর দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বুধবার বিকেলে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। তখনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিম খাঁ গ্রামের মৃত হাফেজ মাওলানা আমিন উদ্দিনের ছেলে
গোলাম মাওলা হুজুর উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের মৃত হাফেজ মাওলানা আমিন উদ্দিনের ছেলে।
দুঃখ ও সমবেদনা
গোলাম মাওলা হুজুরের মৃত্যুতে গজারিয়া উপজেলার ধর্মপ্রাণ মুসলিম জনগণের মধ্যে শোকের ঢেউ বয়ে গেছে। তার পরিবার, আত্মীয়স্বজন ও সুহৃদুদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
আল্লাহ তা'য়ালা গোলাম মাওলা হুজুরের রুহকে মাগফিরত করুন এবং জান্নাত নসিব করুন।