
মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময়কালে ওসি আব্দুল বারিক বলেন, রোড ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। পাশাপাশি মাদক নির্মূল, গরু চুরি রোধ, বিভিন্ন ধরনের জুয়া বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ গোমস্তাপুর থানা পরিচালনা করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার এসআই গৌরাঙ্গ ও এসআই শামিম হোসেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, অর্থ সম্পাদক মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাব সভাপতি ড. ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ সাংবাদিক জাকির হোসেন সনি, শাহিন, তুহিন, এরশাদ আলী, কাবিরুল, আশিফ আল গালিব, মনির আহমাদ, আবুল কালাম আজাদ প্রমুখ।