
মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় আলীনগর ইউনিয়নের মকরমপুর এমসিসি মাঠে আলীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলীনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুল আলিম। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীনগর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা সৈবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর পৌরসভা বিএনপির নেতা আশরাফুল হকসহ রহনপুর পৌরসভা ও আলীনগর ইউনিয়ন বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।