মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিক ও স্থানীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে ফেসবুকের ফেক আইডি ব্যবহার করে ধারাবাহিকভাবে মিথ্যা, ভুয়া, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে গোমস্তাপুর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ‘আমরা সবাই মানুষ’, ‘আসো খেলি’, ‘গুদে বাঁশ’সহ বিভিন্ন অশোভন ও ভুয়া নামের ফেসবুক আইডি খুলে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানহানি করছে। এসব আইডির মাধ্যমে সমাজে বিভ্রান্তি ও ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে।
বক্তারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। যাতে করে ভবিষ্যতে কেউ সামাজিক মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে অন্যের মানহানি করার সাহস না পায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হক আলী, অর্থ সম্পাদক মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ড. আব্দুল ওয়াদূদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক আল মামুন, দুলাল হোসেন, আনোয়ার হোসেন, এরশাদ আলী প্রমুখ।