
রিপোর্টার: বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সাতপাড় গ্রামের পশ্চিমপাড়ায় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস (২২) এবং আরোহী সরোজ ভট্টাচার্য (৬০)। তারা ডালনিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই বিজয় বিশ্বাস নিহত হন। গুরুতর আহত অবস্থায় সরোজ ভট্টাচার্যকে ক্লিনিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন বলেন, আইনি প্রক্রিয়ার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।