
শাজাহানপুর উপজেলা প্রতিনিধি: মোঃ ফারুক সরকার।
বগুড়ার শাজাহানপুরে এক গৃহপরিচারিকাকে মিথ্যা চুরির মামলায় ফাঁসানো ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শাজাহানপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফুলকোট গ্রামের মমতা বেগম জানান, তার ছোট বোন মরিয়ম বেগমকে গত ৬ এপ্রিল মিথ্যা চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় হাসান আলী মিয়া ও তার স্ত্রী হাফিজা খাতুনের বাড়ি তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে মরিয়মকে বাসায় ডেকে নিয়ে মারধর করা হয় এবং পুলিশের সহযোগিতায় সাজানো মামলায় জড়ানো হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্তদের কলেজপড়ুয়া কন্যা নিজেই স্বর্ণালংকার বের করে আনার পরও মরিয়মকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পরে পুলিশ নতুন মামলা (নং-৪৪) রেকর্ড করে ৩৮০/৩২৩/৫০৬(২) ধারায় অভিযোগ আনে এবং রিমান্ডে নিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে।
সংবাদ সম্মেলনে মমতা বেগম নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মরিয়ম বেগম ও তার তিন বছরের শিশুকন্যার নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষায় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।